ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ৬৩ তম শ্রমিক শিক্ষা দিবস পালন

রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর ৬৩ তম শ্রমিক শিক্ষা দিবস পালন করা হল আমবাড়িতে। বৃহস্পতিবার রাজগঞ্জের আমবাড়ি বিশ্ববাংলা ভবনে দত্তোপান্ত ঠেঙ্গরি, ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর শিলিগুড়ি রিজিওনাল অফিসের উদ্যোগে এই দিনটি পালন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিভিন্ন কারখানার প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা।


এই বিষয়ে  এস বিজেন্দ্র মেইটেই বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে ১৯৫৮ সালে শ্রমিক শিক্ষা প্রকল্প চালু করা হয়।সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জন্য সরকারি সুবিধাগুলির ব্যাপারে অবগত করার জন্য শিবির করা হচ্ছে।এবছর ৬৩ তম বর্ষ।এদিন শ্রমিকদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *