শিলিগুড়ি,২০ অক্টোবরঃ STF এর হাতে গ্রেফতার হল প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহ।তার আসল নাম মাধব মণ্ডল।
বুধবার রাতে খড়িবাড়ি থেকে মালখানকে গ্রেফতার করেছে STF।এর আগেও দুবার গ্রেফতার হয়েছিল মালখান।পাশাপাশি কেএলও ছাড়ার কথাও জানিয়ে দেয়।সম্প্রতি ফের কেএলও এর সঙ্গে তার যোগাযোগ বেড়েছে বলেই সন্দেহ STF আধিকারিকদের।গত ১৫ আগস্ট অসমে একটি গোপন বৈঠকেও মালখান সিংহ উপস্থিত ছিল এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে এমনটাই সন্দেহ STF এর।যে কারণে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে STF আধিকারিকেরা।