শিলিগুড়ি, ১২ আগস্টঃ স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।জখম অবস্থায় পুলিশের দ্বারস্থ স্ত্রী।শুক্রবার ঘটনাটি ঘটেছে শান্তিনগর এলাকায়।
জানা গিয়েছে, ২০০৪ সালে হায়দারপাড়ার মর্জিনা বেগমের সঙ্গে বিয়ে হয় ওয়াজেত আলী শেখেরের।বিয়ের পর মর্জিনা বেগম জানতে পারে যে তার স্বামী আগে থেকে বিবাহিত।তার প্রথম স্ত্রী রয়েছে।তবে বিয়ের পর ভালোভাবেই সংসার করছিল তারা।কিছুদিন আগে হঠাৎ স্ত্রীকে ছেড়ে চলে যায় স্বামী ওয়াজেত আলী শেখ।বহুবার ফোনে তাকে বাড়ি ফেরার কথা বললেও ফেরেনি।
এরপর শুক্রবার সকালে স্বামী ওয়াজেদ আলী শেখ তার স্ত্রীকে এনজেপি’র শান্তিপাড়ায় ডাকে।প্রতিবেশী এক মহিলা নিয়ে শান্তিপাড়ায় পৌঁছায় মর্জিনা বেগম।এরপর ওয়াজেত আলী ও তার এক বন্ধু শত্রুঘন প্রসাদ একটি গাড়িতে করে এসে লোহার রড দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ।প্রতিবেশী মহিলাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়।
ঘটনার পর জখম অবস্থায় মর্জিনা বেগম এনজেপি থানায় পৌঁছায়।স্বামী ও তার বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।