শিলিগুড়িতে সুগন্ধি মোমবাতি বানানোর প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে সংস্থা

শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ সুগন্ধি মোমবাতি বানিয়ে স্বনির্ভর হওয়ার পথ দেখছেন ৪০ জন মহিলা।আর সেই মহিলাদের স্বনির্ভরতার করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সোহিনী এবং তার সংস্থা ‘ট্যাগর অ্যাপ্রিসিয়েশন সোসাইটি’।এসসিএসটিওবিসি অনগ্রসর শ্রেণীকল্যাণ দফতরের সহায়তায় সংস্থার তরফে শিলিগুড়িতে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।যেখানে প্রায় ৪০ জন মহিলাকে সুগন্ধি মোমবাতি বানানোর প্রশিক্ষণ দেওয়া হবে।


বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে বা অনেকে ঘর সাজাতে সুগন্ধি মোমবাতি ব্যবহার করেন।এই মোমবাতি সহজে নিভেও যায় না।তাই চাহিদাও রয়েছে বেশি।সেই কথা মাথায় রেখে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছেন সোহিনী এবং তার সংস্থা।

সংস্থার সম্পাদক সোহিনী গুপ্তা বলেন, আমাদের সংস্থা সামাজের বিভিন্ন স্তরের মহিলাদের স্বনির্ভর করার কাজ করছে।বর্তমানে মহিলাদের সুগন্ধি মোমবাতি বানিয়ে স্বনির্ভর করার চেষ্টা করা হচ্ছে।প্রথম ধাপে ২০ জন ও পরে ২০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে।মহিলারা প্রশিক্ষণ নিতে পারবেন পাশাপাশি এর জন্য সরকারি তরফে ভাতাও পাবেন।প্রশিক্ষণ নেওয়ার পর বাড়িতে বসেই এই মোমবাতি বানিয়ে ব্যবসা করতে পারবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *