শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ আগামী কিছুদিনের মধ্যেই শিলিগুড়িতে যানজটের সমস্যা মিটবে।মাটিগাড়ার বালাসন নদী থেকে সেবক পর্যন্ত চার লেনের রাস্তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।আগামী ১৭ নভেম্বর শিলিগুড়িতে এই রাস্তার কাজের উদ্বোধন করতে আসবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি।মঙ্গলবার দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই জানালেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।
তিনি আরও বলেন, বাগডোগরা বিমানবন্দরে উন্নয়ন নিয়েও কাজ শুরু হবে।শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মেয়র গৌতম দেবকে আক্রমণ করে তিনি।বলেন, যেহারে ডেঙ্গি বাড়ছে তাতে মেয়রকে ইস্তফা দেওয়া দরকার।
পাশাপাশি কালিম্পং ও মিরিক পৌরসভায় ৪০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র।আগামীদিনে কার্শিয়াং পৌরসভার জন্য জল প্রকল্প করা হবে।