এনজেপি-কলকাতা শীঘ্রই শুরু হচ্ছে ‘বন্দে ভারত’ ট্রেন পরিষেবা

শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ ট্রেন যাত্রীদের জন্য সুখবর।এনজেপি থেকে কলকাতা অবধি শীঘ্রই শুরু হচ্ছে ‘বন্দে ভারত’ ট্রেন পরিষেবা।এরফলে খুব কম সময়ের মধ্যেই গন্তব্যে পৌছতে পারবেন যাত্রীরা।শুরু হবে এক নতুন অধ্যায়।সোমবার শিলিগুড়ির জংশন স্টেশনে একটি অনুষ্ঠানে সামিল হয়ে এমনটাই জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।এদিন শিলিগুড়ির জংশন স্টেশনে নতুন ভিআইপি লাউঞ্জ এবং ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন সাংসদ রাজু বিস্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকেরা।


এই বিষয়ে রাজু বিস্ত বলেন, শীঘ্রই এনজেপি থেকে কলকাতা অবধি বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে।রেলওয়ে মন্ত্রালয়ের তরফে এই পরিষেবা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে।বর্তমানে এনজেপি থেকে হাওড়া অবধি রেললাইনের কাজ করা হচ্ছে।যাতে ‘বন্দে ভারত’ ট্রেন চলাচলে কোনো সমস্যা না হয়।২০২৩ সালের শেষের দিকেই ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে।তিনি আরও বলেন, মোদী সরকারের সময়ে কোনোকিছুই অসম্ভব নয়।

কয়েকমাস মাস আগে হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল চালু করা হয়েছে।এই নিয়ে অনেক মানুষ ক্ষুব্ধ।মানুষের কথা ভেবেই রেলওয়ের তরফে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় পরিষেবা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম রেলস্টেশন থেকে শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের রেলপথের আরও উন্নয়ন করতে রেলওয়ে কোনো খামতি রাখছে না।একদিকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তুতি চলছে।অন্যদিকে সেবক থেকে রংপো পর্যন্ত ট্রেন চলাচলের জন্য দুটি টানেলের কাজ শেষ হয়েছে।
বাকি কাজও চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে।এদিকে মিরিক থেকে কালিম্পং পর্যন্ত রেল পরিষেবার প্রস্তাব পেয়েছে রেল।সেই বিষয়টি দেখছে রেলদপ্তর।


এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে।বর্তমানে রেললাইনের কাজ চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *