শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ করোনা ভ্যাকসিন আসার আগেই শুরু হয়েছে টিকাকরণের প্রস্তুতি।জেলায় সবার আগে প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুসারে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে করোনা যোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে।করোনা যোদ্ধাদের মধ্যে রয়েছে ডাক্তার, নার্স, পুলিশ, সাফাই কর্মীরা।
করোনা যোদ্ধারা প্রথমে ভ্যাকসিন পাবেন।এরপর করোনা যোদ্ধারাই সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেবেন।কিভাবে টিকাকরণ করা হবে তার জন্য স্বাস্থ্য বিভাগের তরফে প্রশিক্ষণও দেওয়া হবে।
এই বিষয়ে দার্জিলিং এর এডিএম সুমন্ত সহায় বলেন, এখনও পর্যন্ত ১০ হাজার করোনা যোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে।তিনি আরও বলেন, জেলা প্রশাসনের তরফে -১০ থেকে -৫০ ডিগ্রি সেলসিয়াসে ভ্যাকসিন রাখার প্রস্তুতি শুরু করেছে।ভ্যাকসিন প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছোবে।মেডিক্যাল কলেজ ছাড়াও শিলিগুড়ি জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, গ্রামীন হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সংরক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, এখনও পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তরফে কোনো গাউড লাইন প্রকাশ করা হয়নি।ইতিমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে।তবে স্বাস্থ্য বিভাগের অনুমান ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুর দিকে ভ্যাকসিন আসতে পারে।