শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ নতুন রুপে সেজে উঠবে শিলিগুড়ির সূর্যসেন পার্ক।তাঁর জন্য শিলিগুড়ি পুরনিগমের তরফে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শুক্রবার বাস্তুকার ও পুরনিগমের অন্যান্য বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে সূর্যসেন পার্ক পরিদর্শন করেন মেয়র গৌতম দেব।
এদিন পার্ক চত্বর ঘুরে দেখার পাশাপাশি বাস্তুকারদের সঙ্গে আলাপ আলোচনা করেন তিনি।মেয়র জানান, সূর্যসেন পার্কে বেশ কিছু পরিবর্তন করা হবে।এই বিষয়ে কথা হচ্ছে।পার্কটিকে মানুষের কাছে আরও আকর্ষনীয় করে তোলা হবে।