শিলিগুড়ির সূর্যসেন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে মনীষীদের মূর্তি, প্রতিবাদে সরব সিপিআই     

শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির সূর্যসেন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে ১০ জন মনীষীর মূর্তি।এই নিয়ে আন্দোলনে সামিল হল সিপিআই দার্জিলিং জেলা কমিটি।


জানা গিয়েছে, ২০২০ সালে শিলিগুড়ির সূর্যসেন পার্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠাকুর পঞ্চানন বর্মা,  রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ও ঋষি অরবিন্দ ঘোষ সহ  ১০ জন  মনীষীর মূর্তি স্থাপন করা হয়।সেইসময় মূর্তির উদ্বোধন করেছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।তবে হঠাৎই বর্তমান পুরবোর্ড মূর্তিগুলিকে সরিয়ে দিয়েছে।এই মূর্তি সরিয়ে ফেলা নিয়ে সরব হয়েছে সিপিআই দার্জিলিং জেলা কমিটি।

রবিবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন তারা।এই বিষয়ে সিপিআই দার্জিলিং জেলা কমিটির সহ-সম্পাদক পার্থ মৈত্র জানান, পুরবোর্ডের এমন কাজ অত্যন্ত নিন্দনীয়।পার্কের মূর্তিগুলিকে যথাস্থানে পুনরায় বসানোর দাবী জানান তিনি।পাশাপাশি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বাঘাযতীনের মূর্তি স্থাপনের দাবিও তোলেন তিনি।


যদিও অবহেলিত হওয়ার কারণে মনীষীদের মূর্তি সরানো হয়েছে, এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি জানান, সূর্যসেন পার্কে মূর্তিগুলি অবহেলিত হচ্ছিল, সেই কারণে যথাযথ সম্মান দিতে শহরের অন্যান্য প্রান্তে এই মূর্তিগুলিকে প্রতিস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *