ময়নাগুড়ি সফরে শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ময়নাগুড়ি সফরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।


এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে দিন প্রতিদিন নারী নির্যাতন, নারী হত্যার ঘটনা বাড়ছে থামার কোনো নাম নেই।আমরা সমস্ত পরিবারেরর সঙ্গে দেখা করেছি, তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।হাঁসখালির পর সবচেয়ে উল্লেখযোগ্য হল ময়নাগুড়ির ঘটনা।আমরা পরিবারটির পাশে রয়েছি।সিবিআই তদন্ত নিয়ে তিনি বলেন, পুলিশকে দিয়ে পশ্চিমবঙ্গে সুবিচার পাওয়া যাবে না।হাঁসখালির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কটাক্ষ করেন তিনি।পাশাপাশি উত্তরকন্যা থেকে সার্কিট বেঞ্চ এবং জিটিএ নির্বাচন সহ একাধিক বিষয়ে কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে বাগডোগরা বিমানবন্দর থেকে ময়নাগুড়ি যাওয়ার পথে ফুলবাড়ি মার্ডার মোড়ে বিজেপি পার্টি অফিসে আসেন শুভেন্দু অধিকারী।সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে ময়নাগুড়ি উদ্দেশ্যে রওনা দেন।সেখানে তিনি বলেন, বাংলায় প্রত্যেকদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে।নিন্দার কোনো ভাষা নেই।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *