মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ও বেশকয়েকজন বিধায়ক। তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন সভামঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘কোভিডে আক্রান্ত হয়েছিলাম। যাদের জন্য করেছি, তারা খোঁজ নেয়নি। অমিতজি দু’বার খোঁজ নিয়েছেন’। বক্তব্যের শেষের দিকে বলেন, ‘তোলাবাজ ভাইপো হঠাও’।
আর শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠকে শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, ‘আপনার বুকের পাটা নেই, আপনি কাপুরুষ। তাই ভাইপোর নাম নিতে পারলেন না। পাশাপাশি বলেন, সম্মান পাননি আপনি? কী পাননি? আর কতো সম্মান চাই? কতো পদে ছিলেন? আর কী সম্মান দেবে? মুখ্যমন্ত্রীর চেয়ার দিলে তবে সম্মানিত হবেন? না হলে অসম্মানিত’। এছাড়াও মেদিনীরপুরের যে মাঠে এদিন সভা হয়, সেই সভাস্থল খালি ছিল ও বাইরে থেকে লোক আনা হয়েছিল বলে অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।