তক্ষক সহ গ্রেফতার ২

খড়িবাড়ি, ২৭ জুনঃ তক্ষক সহ ২ জনকে গ্রেফতার করল এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের পানিট্যাঙ্কি বিওপির জওয়ানরা।


এসএসবি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ির দুধগেট এলাকার কাছে ২ ব্যক্তিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি তক্ষক।এরপরই দুজনকে গ্রফতার করা হয়।

উদ্ধার হওয়া তক্ষক ও গ্রফতার ২ জনকে টুকুরিয়া ঝাড় বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.