শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ বাড়ির সামনে আবর্জনার ভ্যাট।‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই অভিযোগ করেছিলেন শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের এক বাসিন্দা।সেই অভিযোগের ভিত্তিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, ওই বাসিন্দা অভিযোগ করেন তার বাড়ির গেটের সামনে একটি ভ্যাট বসানো হয়েছে।সেই ভ্যাটের দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।পাশাপাশি জল সংক্রান্ত অভিযোগও করা হয়।এই অভিযোগ পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ক্ষতিয়ে দেখেন মেয়র।
মেয়র জানান, আপাতত এই ভ্যাট এখান থেকে সরানো যাবে না।তবে ভ্যাটের ভেতরে আবর্জনা ফেললে সমস্যা হচ্ছে না।বাইরে ফেলার জন্যই সমস্যা হচ্ছে।এজন্য বাসিন্দাদের সচেতন করতে একটি সভা করা হবে।সকলে যেন ভ্যাটের ভেতরে নোংরা আবজর্না ফেলেন তা জানানো হবে।পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাস্তায় আরও কিছু গাড়ি নামানো হবে আবর্জনা তোলার জন্য।এতে সমস্যার সমাধান হবে।