ট্যাঙ্ক তৈরির পরও পানীয় জল সরবরাহ বন্ধ, ক্ষুব্ধ রাজগঞ্জের বাদলাগছ গ্রামের বাসিন্দারা

রাজগঞ্জ, ২ জুনঃ পানীয় জল সরবরাহের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে জলের ট্যাঙ্ক করা হলেও জল সরবরাহ করা হচ্ছে না।ঘটনায় ক্ষুব্ধ রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাদলাগছ গ্রামের বাসিন্দারা।


 মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মগরশোভা, দেমদেমা, বাদলাগছ, ধুন্দাগছ ও গৌড়মোটাগছ গ্রামে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা নেই।পাতকুয়োর জলই বাসিন্দাদের একমাত্র ভরসা। দীর্ঘদিনের আবেদন-নিবেদনের পর গ্রাম পঞ্চায়েতের তরফে বাদলাগছ এলাকার পরিবারকে পানীয় জল সরবরাহ করতে প্রায় এক বছর আগে একটি জলের ট্যাঙ্ক করা হয়। তবে এলাকাবাসীদের অভিযোগ,ট্যাঙ্ক তৈরি হলেও পানীয় জল পাচ্ছেন না  তারা।

স্থানীয় বাসিন্দা আইসানুল আলম জানান,  ট্যাঙ্ক তৈরি হওয়ায় তারা ভেবেছিলেন এবার বুঝি পানীয় জলের সমস্যা মিটবে। কিন্তু এক সপ্তাহ জল সরবরাহ করার পর তা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হলো তা বুঝতে পারছেন না।


স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ রায় ঘটনার কথা স্বীকার করে বলেন, গ্রাম পঞ্চায়েতের তরফে প্রকল্পটি চালু করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *