বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের তফসিল সংলাপ যাত্রা

জলপাইগুড়ি, ২ নভেম্বরঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে তফসিল মানুষের ভোট পেতে সদর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারের জন্য তফসিল সংলাপ যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস।


জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমুলের কো-অর্ডিনেটর ডঃ প্রদীপ কুমার বর্মার কার্যালয় থেকে এই তফসিল সংলাপ যাত্রার ট্যাবলোর শুভ সুচনা করেন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী ও কো-অর্ডিনেটর ডঃ প্রদীপ কুমার বর্মা।এই সুসজ্জিত ট্যাবলোতে ১০ জন স্বেচ্ছাসেবক সদর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন তফসিল মানুষদের কাছে গিয়ে প্রচার করবেন।পাশাপাশি মানুষের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকলে তা দলের কাছে তুলে ধরবেন স্বেচ্ছাসেবকরা।সদর বিধানসভার পাশাপাশি জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে এই ধরণের ট্যাবলো ঘুরবে বলে জানিয়েছেন কৃষ্ণ কুমার কল্যাণী।

কো-অর্ডিনেটর ডঃ প্রদীপ কুমার বর্মা বলেন, জেলার পাশাপাশি সদর বিধানসভা এলাকার তফসিল মানুষদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর উন্নয়ন মুলক কাজ করেছেন। সেই কাজ গুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই সংলাপ যাত্রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *