শিলিগুড়ি,৬ আগস্টঃ নির্দিষ্ট সময়ের আগেই ছুটি স্কুল।অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের।
জানা গিয়েছে, শনিবার নির্দিষ্ট সময়ের প্রায় ঘণ্টা দেড়েক আগেই ছুটি হয়ে যায় শিলিগুড়ি বয়েজ হাইস্কুল।বিষয়টি আগে থেকে জানতেন না অভিভাবকেরা।যে কারণে নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে অভিভাবকরা অনেকেই তাদের বাচ্চাকে খুঁজে না পেয়ে ক্ষোভ উগড়ে দেন স্কুল কর্তৃপক্ষের ওপর।
এক অভিভাবক জানান,দেড়টায় স্কুল ছুটি হওয়ার কথা আমি সেভাবেই স্কুলে এসেছি এসে দেখছি আমার ছেলে নেই।স্কুল অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছে।ইদানিংকালে কোনও ডিসিপ্লিন নেই।আমি এদিকে ছেলেকে খুঁজে বেরাচ্ছি। পরে বাড়ি থেকে ফোন করে জানালো ছেলে বাড়ি পৌঁছে গিয়েছে।আজ রাস্তায় ছেলের কোন বিপদ হলে তার দায় কে নিতো?
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, আজ রেজাল্ট ছিল।১টা ১৫তে রেজাল্ট দেওয়া শেষ হয়েছে।তারপর স্কুল ছুটি হয়ে যায়।অভিভাবকদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।