শিলিগুড়ি, ২৫ জুনঃ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় শিলিগুড়ি ব্লক ১ , ২ এবং ৩ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘তর্পণ’ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।
রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নম্বর গেটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।দলের কর্মী সমর্থকেরা শিবিরে রক্তদান করেন।মূলত ডেঙ্গু এবং মুমূর্ষ রোগীদের রক্তদান ও রক্তের সংকট মেটাতে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মিলি সিনহা,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুস্মিতা দত্ত সহ অন্যান্যরা।