শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ শিলিগুড়িতে একটি বাড়ি থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হতেই তৎপর হয়েছে বনদপ্তর।
বুধবার শিলিগুড়ির একাধিক পশুপাখির দোকানে অভিযান চালালো বনদপ্তরের বৈকণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জ।এদিন শিলিগুড়ির বিধান রোডে প্রতিটি দোকানে অভিযান চালানোর পাশাপাশি হাকিমপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় বনকর্মীরা।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত, বৈকণ্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তির্কি সহ অন্যান্য বনাধিকারিকেরা।যদিও অভিযানে কোন বিরল প্রজাতির পশু পাখি বা জীবজন্তু মেলেনি।তবে বনদপ্তরের পক্ষ থেকে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে।এদিন প্রত্যেক দোকানদারকে সতর্ক করা হয়।
এই বিষয়ে এডিএফও মঞ্জুলা তির্কি বলেন, সম্প্রতি শিলিগুড়ির সংহতি মোড় এলাকায় একটি বাড়ি থেকে বিরল প্রজাতির দুটি কচ্ছপ উদ্ধার হয়েছিল।তারপর থেকেই শিলিগুড়ি শহরে যত পশু পাখির দোকান রয়েছে সেই সমস্ত জায়গায় অভিযান চালানো হচ্ছে।বন্যপ্রাণী নিয়ে কোনোরকম বেআইনি কার্যকলাপ মেনে নেওয়া হবে না।