নীলনলিনী বিদ্যামন্দির স্কুলে শিক্ষক দিবস পালন

শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দির স্কুলে শিক্ষক দিবস পালন করা হল।এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং এর জেলাশাসক  এস পন্নমবলম।এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ অন্যান্যরা।

এদিন প্রথমে নীলনলিনী বিদ্যা মন্দির স্কুলের সামনে সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণানের মূর্তিতে মাল্যদান করেন প্রসাশক গৌতম দেব।এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়।


এদিন রঞ্জন সরকার বলেন, আমাদের বিভিন্ন কার্যক্ষেত্রে যারা শিক্ষা গুরু রয়েছে তাদের প্রণাম।করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকারা যেভাবে লড়াই করছে আজকের দিনটি নিশ্চিতভাবে আমাদের উজ্জীবিত করবে।মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি স্কুল খোলার ব্যবস্থা করা হবে।আমরা আশা করছি শীঘ্রই ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ক্লাস করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *