শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ পথ কুকুরদের নিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষের বেশকিছু অভিযোগ উঠে আসে।কখনও বা গাড়ির পেছনে কুকুরের তাড়া আবার কখনও বা কুকুরের কামর।এইসমস্ত অভিযোগের যাতে একটা সমাধান হয় সেই কারনেই পথকুকুর ও বিড়ালের নির্বীজকরণের উদ্যোগ নিল টিম অ্যানিম্যাল হেল্পলাইন।
রবিবার দাগাপুরে সংস্থার নিজস্ব শেলটার হোমেই এই কর্মসূচী আয়োজিত হয়।জানা গেছে, দুদিনের এই শিবিরে প্রায় ৫০টি পথকুকুর ও বিড়ালের নির্বীজকরণ করা হবে।
টিম অ্যানিম্যাল হেল্পলাইনের তরফে প্রিয়া রুদ্র জানান, তাদের এই শিবির তারা অনেকটাই সাড়া পাচ্ছেন। সাধারন মানুষ নিজেরাও উদ্যোগ নিয়ে পথকুকুর ও বিড়াল নিয়ে আসছে নির্বীজকরণের জন্য। এটা তাদের কাছে একটা বড় পাওনা।টিম অ্যানিম্যাল হেল্পলাইন দীর্ঘদিন ধরে পথকুকুর, অসহায় প্রানীদের নিয়ে কাজ করে আসছে।তাই সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতায় তারা ভীষন খুশি।তিনি আরও জানান, পথপশুদের নিয়ে মানুষের যে অভিযোগ রয়েছে তার সমাধানের একটাই উপায় সংখ্যা নিয়ন্ত্রণ।এই সংখ্যা নিয়ন্ত্রনের জন্যেই আজকে তাদের এই উদ্যোগ।