তেরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যসোসিয়েশনের বার্ষিক সভার আয়োজন

বাগডোগরা, ২০ জানুয়ারিঃ তেরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যসোসিয়েশনের ৬১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হল বাগডোগরা ব্যাঙডুবি টিবিআইটিতে।


এদিনের এই সভায় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।চায়ের দাম বৃদ্ধি হয়নি বরং খরচ বৃদ্ধি হয়েছে।মজুরি খরচ শেষ দুই বছরে ১৫% বৃদ্ধি পেয়েছে।চায়ের এই অবস্থা নিয়ে সকল মালিক সহ বিভিন্ন মহল চিন্তিত।এই অবস্থায় চায়ের পরিস্থিতি থাকলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।পাশাপাশি বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা হয়েছে।

আগামীদিনে সকলে মিলে কাজ করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে ইন্ডিয়ান টি অ্যসোসিয়েশনের চেয়ারম্যান নয়নতারা পাল চৌধুরী জানান।


অন্যদিকে কম দামে নেপালের চা ভারতে প্রবেশ করায় দার্জিলিং চায়ের ওপর প্রভাব পড়ছে বলে সংগঠনের সদস্যরা জানান।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান টি অ্যসোসিয়েশনের সহ সভাপতি অতুল আস্তানা, সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, টিবিআইটিএর চেয়ারম্যান এস কে গুপ্তা, সভাপতি রানা দে সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *