রাস্তায় যানজট, পৌঁছাতে দেরী- টেট দিতে পারলেন না শিলিগুড়ির ডলি সরকার

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ রাস্তায় যানজট, টেট পরীক্ষায় দিতে এসে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারলেন না৷ যেকারণে পরীক্ষায় বসা হলনা৷


শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরের বাসিন্দা ডলি সরকার৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে তার পরীক্ষার সিট পড়ে৷

কিন্তু দার্জিলিং মোড়ের কাছ থেকে যানজটে আটকে যান৷ফলে পরীক্ষা কেন্দ্রে যখন পৌছান তখন ঘড়িতে ১১ টা বেজে পার হয়ে গিয়েছে৷ ফলে আর পরীক্ষা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয়নি৷


রবিবার ১২টা থেকে পরীক্ষা শুরু হয়৷ যদিও আগেই পর্ষদ জানিয়েছিল ১১টার পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না৷ ফলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও শেষে পরীক্ষায় না বসতে পেরে কিছুটা মন খারাপ হয়ে যায় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş