শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি, ৯ আগস্টঃ শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।


জানা গিয়েছে, গত ২ আগস্ট জ্বর সহ অন্যান্য শারীরিক অসুস্থতা নিয়ে বীরপাড়ার বাসিন্দা এক মহিলাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সেখানে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের তরফে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়।

এরপর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে।সেখানে করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।এরপর কয়েকদিন সেখানে চিকিৎসা চলার পর গতকাল তার মৃত্যু হয়।এরপর পরিবারের দাবী যে আরও একবার তার টেস্ট করা হোক।কিন্তু এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরকম সহযোগিতা করছে না বলে অভিযোগ মৃতার পরিবারের।


পরিবারের অভিযোগ, হাসপাতালের রিপোর্ট নিয়ে তাদের সন্দেহ রয়েছে।তারা বলেন, নেগেটিভ আসার একদিন পরেই কিভাবে রিপোর্ট পজিটিভ আসে।চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তারা।আজ হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।এই বিষয়ে আজ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis