শিলিগুড়ি,২২ জুনঃ বুধবার নকশালবাড়ির হাতিঘিসায় খুনের ঘটনা ঘিরে উত্তপ্ত হয় মুড়িবস্তি এলাকা। খুনে অভিযুক্ত ব্যক্তির গ্রাম গিয়ে প্রচুর বাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে।বৃহস্পতিবার নকশালবাড়ির হাতিঘিসায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
মঙ্গলবার রাতে নকশালবাড়ির হাতিঘিসার বিজয়নগর গ্রামের বাসিন্দা সুধীর নাগাসিয়া খুন হন।এরপরই বুধবার সকালে অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।পাশে আরও কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত পাশের গ্রামের কিছু যুবক। এরপর মুড়িবস্তি এলাকায় বহু বাড়িতে ভাঙচুর করা হয়।অবাধে চলে লুটপাট, ভাঙচুর।ইতিমধ্যেই সুধীর নাগাসিয়াকে খুনের অভিযোগে মুড়িগ্রামের বাসিন্দা রাধা রায় ও আকাশ রায় নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গ্রামে যান মেয়র গৌতম দেব।তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমার সভাধিপতি অরুণ ঘোষ।মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। অগ্নিকান্ড ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথ সাহায্য করার আশ্বাস দেন তিনি।
মেয়র জানান, এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর কাছে গোটা ঘটনার একটি রিপোর্ট পাঠানো হবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্যের কথা এদিন জানিয়েছেন সভাধিপতি অরুণ ঘোষ।