৫ রয়্যাল বেঙ্গলের জন্ম দিয়ে ফের চমক দিল ‘শীলা’

শিলিগুড়ি, ১৫ মার্চঃ বেঙ্গল সাফারিতে নতুন ৫ সদস্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সকলে।


গত বৃহস্পতিবার বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার ৫ শাবকের জন্ম দেয়।যদিও এতোদিন সে খবর চেপেই রাখা হয়েছিল।শাবকদের জন্মের কিছুদিন পর সোমবার রাতে নতুন সদস্যদের আগমনের খবর জানাল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।এই নিয়ে বেঙ্গল সাফারিতে শীলা তৃতীয়বার শাবকের জন্ম দিল।

বেঙ্গল সাফারিতে আসার পর পরই শীলা তিন শাবকের জন্ম দিলেও একটি মারা যায়।বছর খানেক আগে ফের তিন শাবকের জন্ম দিয়েছিল সে।আর এবার এক্কেবারে ৫ শাবকের জন্ম দিয়ে রীতিমতো অবাক করে দিল সকলকে।আপাতত শাবকদের থেকে দূরেই রাখা হয়েছে বাবা ভিভানকে।এমনকি ৫ শাবককে নিয়ে একান্তেই রয়েছে মা শীলাও।সেখানে কাউকেও যেতে দেওয়া হচ্ছেনা।এমনকি পার্কের কর্মীদের যাওয়াও মানা করা হয়েছে।কয়েকদিন পর অবশ্য ৫ শাবকের লিঙ্গ নির্ধারণ করে জানানো হবে বেঙ্গল সাফারি পার্কের তরফে।আপাতত সিসি ক্যামেরার মাধ্যমে মা ও সন্তানদের উপর নজর রাখছেন আধিকারিকেরা।আর নতুন সদস্যদের আগমনে সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ টি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis