টিকা নয়, অন্য কারণে ধাতব বস্তু আটকে যাচ্ছে শরীরে-বলছেন ডাক্তাররা

শিলিগুড়ি, ১৩ জুনঃ  ভ্যাকসিনের প্রভাবে নয়, অন্য কোনও কারণেই শরীরে আটকে যাচ্ছে ধাতব বস্তু।শিলিগুড়ির বাসিন্দা নেপাল চক্রবর্তীর ভিডিয়ো সামনে আসার পর এমনই বক্তব্য চিকিৎসকদের। ফুলেশ্বরীর বাসিন্দা নেপাল চক্রবর্তীর শরীরে চামচ, খুচরো পয়সা, হাতা, খুন্তির মতো ধাতব বস্তু লেগে যাচ্ছে।


রবিবার সকাল থেকে সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুদিন আগে মহারাষ্ট্রের এক ব্যক্তির খবর দেখার পর নেপাল চক্রবর্তীও দেখেন তার শরীরে ধাতব বস্তু আটকে যাচ্ছে।তারপরই আত্মীয়, প্রতিবেশীদের জানান বিষয়টি। রবিবার নেপাল বাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালেও নিয়ে যাওয়া। তবে কী কারণে এমন ঘটনা ঘটছে তা নিয়ে কিছু বলতে পারেননি সেখানকার ডাক্তার।যদিও অন্যান্য ডাক্তাররা জানাচ্ছেন, অন্য কোনও কারণ রয়েছে এর পেছনে। কিন্তু টিকার প্রভাবে এমন হতে পারেনা।


One thought on “টিকা নয়, অন্য কারণে ধাতব বস্তু আটকে যাচ্ছে শরীরে-বলছেন ডাক্তাররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *