তীর্থ যাত্রীদের অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ ঘোরাবে ট্রেন- বিশেষ ব্যবস্থা IRCTC এর

শিলিগুড়ি,২৫ আগস্টঃ IRCTC এর তরফে “স্বদেশ দর্শন শ্রী রামপথ যাত্রা” নামে বিশেষ একটি ট্যুরিস্ট ট্রেন চালু করা হচ্ছে।বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন IRCTC এর সদস্যরা।


এদিন সংগঠনের তরফে বিশ্ব রঞ্জন সাহা বলেন, ট্রেনটি শ্রী রামপথ যাত্রার জন্য আগরতলা থেকে ২৬ নভেম্বর ছাড়বে।এরপর ২৭ নভেম্বর সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পৌঁছাবে।যা অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ এবং বারাণসীর ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করবে।ট্রেনটিতে স্লিপার কোচ এবং এসি কোচ থাকবে।ট্রেনে খাবারের ব্যবস্থা থাকবে।স্বদেশ দর্শন শ্রী রামপথ যাত্রা স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের জন্য বুকিং খোলা হয়েছে।IRCTC এর অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট বুক করা যাবে।পুরো ট্রিপটি ৭ রাত এবং ৮ দিনের মধ্যে শেষ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *