শিলিগুড়ি,১৭ আগস্টঃ বাগডোগরা বিমানবন্দরে নামতেই রাজ্যের তৃণমূল সরকারকে নিয়ে এবার ক্ষোভের সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গলায়।
মঙ্গলবার বিকেলে তিনি বিমানবন্দরে নামেন।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনের পরও রাজ্যে সন্ত্রাস চলছে।বাংলায় যুবকদের কোনও কর্মসংস্থান নেই।বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।বাংলার গরিমা নষ্ট হচ্ছে।বাংলার হারিয়ে যাওয়া গরিমা ফিরিয়ে আনবো।তৃণমূল ভয় পেয়ে গিয়েছে।তাঁরা চায়নি আদিবাসি, রাজবংশী, মতুয়া সমাজ থেকে কেউ মন্ত্রী হবে।
পাশাপাশি বলেন, বিজেপি কোনোদিন ক্ষমতার অপব্যবহার করেনি।যা হবে সাংবিধানিক পদ্ধতিতে হবে।যা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।সংবিধানকে সম্মান জানিয়েই হবে।এছাড়াও বিজেপি কর্মীদের গ্রেফতারি প্রসঙ্গেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।