ফের ভাঙন শিলিগুড়ির বাম দুর্গে! তৃণমূলে দুই প্রাক্তন কাউন্সিলর

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ ফের শিলিগুড়িতে বাম শিবিরে ভাঙন।সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন কাউন্সিলর।মঙ্গলবার দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলে যোগ দেন শর্মিলা দাস ও তাপস চ্যাটার্জি।২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শর্মিলা দাস ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তাপস চ্যাটার্জি।


এদিন জেলা কার্যালয়ে চেয়ারম্যান অলোক চক্রবর্তী, সভানেত্রী পাপিয়া ঘোষ, পুরনিগমের প্রশাসক গৌতম দেব দুই প্রাক্তন কাউন্সিলরের হাতে দলীয় পতাকা তুলে দেন।

এদিকে যোগদান অনুষ্ঠানে পাপিয়া ঘোষ ও গৌতম দেব জানান, অনেকেই তৃণমূলে আসার জন্য যোগাযোগ করেছে।দলের জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো তাদের দলে যোগ দেওয়ানো হচ্ছে।


এদিন তৃণমূলে যোগ দিয়ে দুই প্রাক্তন বাম কাউন্সিলর জানান, তৃণমূল যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সেজন্য তৃণমূলে যোগ দেওয়া।

অন্যদিকে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন দীপক শীল।এদিন তিনি ফের তৃণমূলে যোগ দেন।পাশাপাশি আরও বিভিন্ন সংগঠন থেকেও এদিন তৃণমূলে যোগ দেন আরও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *