দিন কয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তারা।জল্পনা ছিল এদের মধ্যেই বেশ কয়েকজন বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন।সেই জল্পনাই নিশ্চিত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।তারকা খচিত তৃণমূলের এই প্রার্থী তালিকায় রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ।রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের হয়ে লড়বেন তারা।
শুক্রবার দুপুরেই ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল।টলিউডের রাজ চক্রবর্তী,সায়ন্তিকা ব্যানার্জি,সায়নি ঘোষ সহ একাধিক তারকা রয়েছে এই প্রার্থী তালিকায়।
কারা কোন আসনে লড়ছেন দেখে নিনঃ-
ব্যারাকপুর-রাজ চক্রবর্তী
উত্তরপাড়া-কাঞ্চন মল্লিক
কৃষ্ণনগর উত্তর-কৌশানি মুখার্জি
আসানসোল দক্ষিণ-সায়নি ঘোষ
সোনারপুর দক্ষিণ-লাভলি মৈত্র
চন্ডিপুর-সোহম চক্রবর্তী
মেদিনীপুর-জুন মালিয়া
বাঁকুড়া-সায়ন্তিকা ব্যানার্জি
বারাসাত- চিরঞ্জিত চক্রবর্তী