তৈরি হচ্ছে বইপ্রেমীদের শপিংমল, ‘বইমহল’

আলিপুরদুয়ার, ১৫ জুলাইঃ বই এর শপিংমল তৈরি হচ্ছে আলিপুরদুয়ারে, তিনতলা শপিংমল জুড়ে থাকবে শুধুই পছন্দের বই।আর এই শপিংমলের নাম ‘বইমহল’।বইপ্রেমীদের চাহিদা মেটাতেই এমনই উদ্যোগ নিয়েছেন বইপ্রেমী শিক্ষক ডঃ পার্থ সাহা।এখনকার ই-বুক এর দুনিয়ায় বইয়ের গন্ধ যাতে কেউ ভুলে না যায় সেকারনেও এমন উদ্যোগ বলা যেতে পারে।


সাহিত্য থেকে রেফারেন্স সবধরণেরই বই এর সমাহার থাকবে বইমহলে।শপিংমলের মতোই ব্যাগ হাতে নিয়ে পছন্দের বই এর শপিং করা যাবে এখানে।

যার হাত ধরে শুরু হতে চলেছে এই বইমহল সেই শিক্ষক ডঃ পার্থ সাহা জানান, আলিপুরদুয়ার জেলা একটি প্রান্তিক জেলা, ভালো বই এর জন্য বারবার মানুষকে ছুটে যেতে হয় কলকাতায়। তিনি নিজেও এর ভুক্তভোগী। তাই সকলের জন্য বই এর শপিংমল করার বহুদিনের চিন্তাভাবনা ছিল তার, এতে গোটা উত্তরবঙ্গবাসী উপকৃত হবে।এখানে একই ছাদের তলায় থাকবে সবরকমের বই।এখানে বইপ্রকাশের অনুষ্ঠান, সাহিত্যের আড্ডা সবই হবে।বইমহল বইসংস্কৃতির পিঠস্থান হবে বলে আশাবাদী তিনি।


তিনি আরও জানান, উত্তরের সাহিত্যিকরা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত থাকেন, তাদের সম্মান দেবে বইমহল। এছাড়াও ৩ দুঃস্থ ছাত্রের দায়িত্ব নেবে বইমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *