প্রতিশ্রুতিই সার-তৈরি হয়নি সেতু, ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

রাজগঞ্জ,৪ মার্চঃ বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনের পরেও তৈরি হয়নি সেতু।তাই ‘ভোট বয়কটের ডাক’ গ্রামবাসীদের।


রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগছ গ্রাম।সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ডাহুক নদী।কয়েক দশক থেকে সেতুর অভাবে সমস্যায় ভুগছেন চতুরাগছ, জুম্মাগছ,  দিলুগছ, কোয়ারবাড়ি ও নবগ্রাম গ্রামের বাসিন্দারা।বহু জায়গায় আবেদন করেছেন তারা।কিন্তু তারপরেও কোনও লাভ হয়নি।যে কারনে আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা।  

গ্রামবাসীরা জানান,  দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করেও এই ডাহুক নদী পারাপারের জন্য সেতু তৈরি হয়নি।পাশের বিএসএফের সিপিডব্লিউডি রাস্তায় সন্ধ্যার পরে চলাচল নিষিদ্ধ।তাই সন্ধ্যার পরে কার্যত গৃহবন্দি হয়ে থাকতে হয় গ্রামের বাসিন্দাদের।বর্ষায় সমস্যা আরও বাড়ে।ভোটের সময় নেতারা এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কাজের কাজ কিছুই হয় না।তাই এবার সকলে আলোচনা করে ভোট বয়কটের কথা ভাবা হয়েছে।


অন্যদিকে এই বিষয়ে সন্ন্যাসীকাটা অঞ্চল সভাপতি রোশন হাবিব বলেন, এই সেতুটি তৈরি করার সব প্রক্রিয়া মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে।নির্বাচন আচরণবিধি লাগু হওয়ায় আমরা সেই কাজ করতে পারছি না।নির্বাচন শেষে সেতুর কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *