শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ মাদক কারবারির সঙ্গে যুক্ত এমডি তমন্নার পর এবার পুলিশের জালে এমডি জাহাঙ্গীর।ধৃত শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একসময় এমডি তমন্নার ঘনিষ্ঠ ছিল জাহাঙ্গীর। বৃহস্পতিবার ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক সহ তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলেশ্বরী বাজার সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে পৌঁছেছিল জাহাঙ্গীর।বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ।তার কাছ থেকে প্রায় ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।