অসহায় টোটো চালকের চিকিৎসার জন্য শহরবাসীর কাছে সাহায্যের আর্জি সঞ্জয় দত্তের

শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ কাওয়াখালি সংলগ্ন সুশ্রুত নগরের বাসিন্দা সুনীল সরকার গত ৩ মাস ধরে শয্যাশয়ী।


জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে তার দুটি পা।এরপর স্থানীয়দের সাহায্যে চিকিৎসা করিয়ে একটি পা ঠিক হলেও অপর একটি পা বর্তমানে অচল।এদিকে পারিবারিক আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় তার পক্ষে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠছে না।

এই পরিস্থিতিতে সঞ্জয় দত্ত এবং কবিতা রায় শিলিগুড়ি টাইমস এর মাধ্যমে সুনীল সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন।উল্লেখ্য, সঞ্জয় দত্ত এর আগেও মিলনপল্লীর বাসিন্দা এক টোটো চালকের চিকিৎসার সাহায্যের জন্য সহায়তার আর্জি জানিয়েছিলেন।  


সুনীল সরকার বলেন, তিনি টোটো চালিয়ে সংসার চালান।তবে দুর্ঘটনায় পা ক্ষতিগ্রস্থ হয়।এরফলে চিকিৎসা তো দূরের কথা বর্তমানে দুবেলা ভাত জোটাও মুশকিল হয়ে পড়েছে।তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় একটি পায়ের অস্ত্রোপচার সম্ভব হলেও আরেকটি পায়ের অস্ত্রোপচার বাকি রয়েছে।

এই পরিস্থিতিতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সঞ্জয় দত্ত এবং কবিতা রায়।তারা শিলিগুড়ি টাইমস এর মাধ্যমে শহরবাসীর কাছে সুনীল সরকারকে সাহায্যের আর্জি জানিয়েছেন।সুনীল সরকারকে ৮৯১৮৮৯৯৩৭৫-৭৯০৮০৪৩০৯৭ এই নম্বরে যোগাযোগ করে সাহায্যে করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *