শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের তরফে ধরপাকড় অভিযান, আটক ৫০টি টোটো  

শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ শহরকে যানজট মুক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এর জন্য ট্রাফিক নিয়মেও আনা হয়েছে পরিবর্তন।পাশাপাশি জাতীয় সড়কে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত টোটো।অন্যদিকে শহরের প্রধান রাস্তাগুলিতে নিষিদ্ধ করা হয়েছে নম্বরহীন টোটো।এর জন্য পুলিশের তরফে মাইকিংও করা হয়।এরপরও বিভিন্ন সড়কে অবাধে চলছে নম্বরহীন টোটো।ফলে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে শহরে।


সরকারি নির্দেশ পালন করাতে আজ ফের জংশন ট্রাফিক গার্ডের তরফে ধরপাকড় অভিযান চালানো হয়।আইসি সুবীর দত্তের নেতৃত্বে চলে অভিযান।প্রায় ৫০টি টোটো আটক করে পুলিশ।আগামীতেও এই ধরণের অভিযান চলবে বলে জানা গিয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *