শিলিগুড়ি,২৬ জুনঃ নিখোঁজ টোটো চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মৃতের নাম গৌরাঙ্গ দেবনাথ(৫৫)।শিলিগুড়ির হায়দারপাড়ার বাসিন্দা ছিলেন তিনি।
মৃতের পরিবার সূত্রে খবর, গত ২৪ তারিখ টোটো নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন গৌরাঙ্গ বাবু।এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।গতকাল ভক্তিনগর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়।এরপর রবিবার সকালে আশিঘর ফাঁড়ির অন্তর্গত ভোলানাথপাড়ায় টোটো সহ প্রায় হাটু জলে উল্টো হয়ে গৌরাঙ্গ বাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে।
এদিকে বাবাকে খুন করা হয়েছে বলে দাবি করেন মৃত গৌরাঙ্গ বাবুর দুই মেয়ে এবং পরিবার।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।