টয় ট্রেনে জুড়লো AC কোচ, দার্জিলিং সফর আরও আরামদায়ক

শিলিগুড়ি, ১ মার্চঃ আবহাওয়ার খামখেয়ালিপনায় দার্জিলিঙেও এখন সেভাবে ঠাণ্ডা কোথায়? টয় ট্রেনে চড়ে পাহাড় গেলেও গরমে উসফিস অবস্থা। ফলে পর্যটকদের পাহাড় সফরকে আরও উপভোগ্য করতে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেনে জুড়ে দেওয়া হল এসি কোচ।সেই এসি কোচে বসে পাহাড় সফরের মজা নিতে পারবেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা।


মঙ্গলবার ১ মার্চ থেকে টয় ট্রেনে এসি কোচ পরিষেবা শুরু হল। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে দুটি এসি কোচ ও একটি সাধারণ কোচ থাকছে।এসির ক্ষেত্রে মাথাপিছু ভাড়া ১৫০০ টাকা রাখা হয়েছে।

মঙ্গলবার শিলিগুড়ির এনজেপি স্টেশনে সামার ফেস্টিভ্যাল শুরুর মাধ্যমে এসি কোচের টয় ট্রেন পরিষেবার উদ্বোধন করেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম এসকে চৌধুরী। মার্চ মাসে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে বেশকিছু স্টেশনে সামার ফেস্টিভ্যাল হবে। যেখানে যাত্রীদের জন্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *