সামনেই বড়দিন, পর্যটকদের চাহিদা অনুযায়ী চলবে নাইট টয়ট্রেন পরিষেবা  

শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ পর্যটকদের রাতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাতে কাটিহার ডিভিশনের তরফে টয়ট্রেনের নাইট সাফারি পরিষেবা শুরু করা হয়েছিল।তবে যাত্রী কম থাকায় বর্তমানে এই পরিষেবা বন্ধ।


এদিকে সামনেই রয়েছে ২৫শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি।এই সময়ে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে।বহু জায়গা থেকে পর্যটকেরা পাহাড়ে আসেন।পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এনজেপি থেকে রংটং অথবা এনজেপি থেকে সুকনা পর্যন্ত নাইট সাফারি শুরু করা হতে পারে।সোমবার এমনটাই জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী।

অন্যদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা বলেন, ২০২৪ পর্যন্ত এনজেপি রেল স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে।পাশাপাশি অবৈধ নির্মাণ গুলিকেও উচ্ছেদ করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *