ট্রেনে করে পাচার করা হচ্ছিল কাঠ, বনদপ্তরের অভিযানে গ্রেফতার ২

আলিপুরদুয়ার, ৪ মেঃ প্রায় প্রতিদিনই নিত্য নতুন পন্থা অবলম্বন করে কাঠ পাচারের চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা।এবারে কাঠ পাচারে ব্যবহার করা হয়েছে ট্রেনের শৌচালয়।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা।


জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বন দপ্তরের কাছে খবর আসছিল যে ট্রেনে করে কাঠ পাচার শুরু করেছে একটি পাচার চক্র।গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঠ পাচার চক্রটিকে হাতে নাতে ধরতে পরিকল্পনা করে বনদপ্তর।অভিযান চালাতে গঠন করা হয় একটি বিশেষ দল।বিভিন্ন রেঞ্জের বনকর্মীদের নিয়ে ওই দলটি গঠন করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা।পরিকল্পনামাফিক  বুধবার  সকালে আলিপুরদুয়ার জংশন থেকে বামনহাটগামী ট্রেনে অভিযান চালায় বনদপ্তর।ট্রেনের প্রতিটি কামরায় সাদা পোশাকে বনকর্মী উঠে পড়েন।

ট্রেনটি  নিউ কোচবিহার স্টেশনে পৌঁছানোর আগেই  কাঠ পাচারকারীরা ট্রেনের শৌচালয় থেকে কাঠ বের করতে শুরু করেন।সেইসময় হাতেনাতে দুজনকে ধরে ফেলেন বনকর্মীরা।দুজনকে গ্রেফতার করে আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া হয়।পাশাপাশি উদ্ধার হয় বেশকিছু কাঠ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু চোরাই কাঠ উদ্ধার করে বনদপ্তর।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।


 

One thought on “ট্রেনে করে পাচার করা হচ্ছিল কাঠ, বনদপ্তরের অভিযানে গ্রেফতার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *