রেলকে জানিয়েও মেলেনি চিকিৎসা, ট্রেনেই মৃত্যু কালিম্পঙের শ্রমিকের

শিলিগুড়ি,২৯ মেঃ শ্রমিক ট্রেনে ফেরার সময় অসুস্থ। রেল কর্মী ও আধিকারিকদের জানিয়েও মেলেনি চিকিৎসা। শেষে ট্রেনেই মৃত্যু শ্রমিক মহিলার। অবশেষে কালিম্পঙের বাসিন্দা মহিলার দেহ অ্যাম্বুলেন্সে এসে পৌঁছালো শিলিগুড়ি।


মৃতের নাম কৃতী শেরপা। কালিম্পঙের আলগারার বাসিন্দা।শুক্রবার তার মৃতদেহ আনা হয় উত্তরপ্রদেশ থেকে। জিটিএ চেয়ারম্যান অনীত থাপা জানান, দিল্লী থেকে ফেরার জন্য ট্রেনে উঠছিলেন ওই শ্রমিক পরিবার। আমাদের কাছে মৃত্যুর খবর আসতেই উত্তরপ্রদেশের ইটাওয়াতে যোগাযোগ করা হয়। মৃতদেহ ফেরানোর ব্যাবস্থা করি। মৃতদেহের ময়নাতদন্ত করে আমাদের জানানো হয়েছে মৃত শ্রমিক করোনা আক্রান্ত নন। এরপরই অ্যাম্বুলেন্সে কালিম্পঙে দেহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO