কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান শিলিগুড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের

শিলিগুড়ি,৭ মেঃ লকডাউনে আর্থিক সংকটে রয়েছে গোটা দেশ।কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৩ লক্ষ ১১ হাজার টাকার চেক প্রদান করল শিলিগুড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন।


লকডাউনের ফলে কলকারখানা, ব্যাবসা-বাণিজ্য বেশিরভাগই রয়েছে বন্ধ।ফলে আর্থিক মন্দা সারা দেশজুড়ে।এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠনগুলি।বুধবার হাকিমপাড়া এক্সাইজ বিল্ডিংয়ে সিজিএসটি কমিশনার বমন তারির হাতে ৩ লক্ষ ১১ হাজার টাকার চেক প্রদান করে শিলিগুড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন।এর আগে রাজ্য সরকারের ত্রাণ তহবিলেও তারা আর্থিক সাহায্য প্রদান করেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO