শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ ত্রিফলা লাইট দুর্নীতি নিয়ে আজ শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির ৩ নম্বর মন্ডল কমিটি।এদিন বিধান মার্কেটে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ত্রিফলা লাইট পোস্টে মালা পরিয়ে প্রদীপ জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা।
এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ত্রিফলা লাইটের নামে ২০০ কোটি টাকার ঘোটালা হয়েছিল।তৎকালীন এসজেডিএ সিইও কিরণ কুমার গোদালা গ্রেফতার হয়েছিল।তাকে গ্রেফতার করা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়।এরপর থেকে শিলিগুড়িতে বন্ধ হয়ে রয়েছে ত্রিফলা লাইট।অনেক জায়গায় লাইট পোস্ট ভেঙে গিয়েছে।
এদিন রাজ্য সরকার এবং পুরনিগমকে কটাক্ষ করে তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণকে বলা হয়েছিল ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন করবে।তবে বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের পেট্রোল শেষ হয়ে গিয়েছে।এই কারণে কোনো কাজ হচ্ছে না।কেন্দ্রীয় প্রকল্পের কাজ ছাড়া আর কোনো কাজ হচ্ছে না।