কংগ্রেসকে বাই বাই জানিয়ে তৃণমূলে বাইরন বিশ্বাস, ফের রাজ্যে বিধানসভায় শুন্য কংগ্রেস

কংগ্রেসকে বাই বাই জানিয়ে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস।বাইরন তৃণমূলে যেতেই ফের রাজ্যে বিধানসভায় শুন্য হল কংগ্রেস। সাগরদিঘি উপানির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচন জিতে বিধায়ক হয়েছিলেন বাইরন বিশ্বাস। বাইরনের জেতায় কিছুটা অক্সিজেন পেয়েছিল কংগ্রেস।


কিন্তু সোমবার সকলকে চমকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন তিনি। বিধানসভায় কংগ্রেসের এক মাত্র বিধায়ক ছিলেন বাইরন। ফলে তিনি দলত্যাগ বিরোধী আইনের আওতাতে পড়বেন না।এদিন বাইরন তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক ব্যানার্জি জানান, বিধানসভায় জয়ের পর থেকে বাইরনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। জনসংযোগ যাত্রাতে একাধিক ক্যাম্পে কথা হয়েছে। তৃণমূলের মতাদর্শকে সামনে রেখে ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই সর্বাত্মক করতে বাইরন তৃণমূলে যোগ দিয়েছে।তৃণমূল পরিবারে তাঁকে স্বাগত জানিয়েছি।

গত ২ মার্চ সাগরদিঘির উপনির্বাচনের ফল ঘোষণা হয়।হেরে যান তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাইরন বিশ্বাস  ২২ হাজার ভোটে জেতেন।২০১১ সাল থেকেই ওই আসনে জিতে আসছিল তৃণমূল।সাগরদিঘি আসন কংগ্রেস পেতেই নেতৃত্বরা উচ্ছসিত ছিল।কিন্তু সোমবার বাইরন তৃণমূলে যেতেই ফের বিধানসভায় শূন্য হল কংগ্রেস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *