চার বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে জেতাতে বদ্ধপরিকর দল, জানালেন রঞ্জন

শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এই চার বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।বুধবার জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে একথা পরিস্কার করলেন দলীয় নেতৃত্বরা।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, মুখপাত্র বেদব্রত দত্ত, শিলিগুড়ির বিধায়ক পদপ্রার্থী ওমপ্রকাশ মিশ্র, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক পদপ্রার্থী ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, ফাঁসিদেওয়ার পদপ্রার্থী ছোটন কিসকু সহ অন্যান্যরা।


সাংবাদিক বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রঞ্জন সরকার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে এই চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জেতাতে তারা বদ্ধপরিকর।পাশাপাশি তিনি জানান ভোটের প্রচারে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় সহ আরও অনেকেই আসবেন।

এর পাশাপাশি এদিন নান্টু পালকেও নিয়ে মুখ খোলেন তিনি।জানান, কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাক এটা দল চায়না।এর আগেও অনেকে দল ছেড়ে আবার দলে যোগ দিয়েছেন।নান্টু পালকে নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar