‘এখনো সময় আছে শুধরে যান’- তৃণমূলের নেতা কর্মীদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

কোচবিহার, ২৮ ফেব্রুয়ারিঃ ‘এখনো সময় আছে শুধরে যান।না হলে এমন ব্যবস্থা নিতে হবে তখন শোধরানোর সময় পাবেন না’।দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তৃণমূলের নেতা কর্মীদের এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


প্রসঙ্গত, গত শনিবার দিনহাটার কালোমাটি গ্রামে বিজেপির একাধিক নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।আক্রান্ত হন বিজেপি কর্মীরা।আজ কর্মীদের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক সহ বিজেপির বিধায়করা।

এদিন প্রথমে সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় ঘুরে দেখেন তারা।এরপর বামনহাট -২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালমাটি গ্রামে যান।আক্রান্ত দলীয় নেতা বিজেপির ২৬ মন্ডল সহ সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে যান।কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।


এরপরই বিধায়ক উদয়ন গুহ সহ তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন, ‘এখনও সময় আছে শুধরে যান। নাহলে এমন ব্যবস্থা করবো পরে শোধরানোর সময় পাবেন না’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO