অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতৃত্ব

শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।


শনিবার দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুলচনা মৈত্র, কংগ্রেস নেতা গৌরিশঙ্কর রায়চৌধুরী, রুমা মজুমদার সহ একাধিক কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূল নেতা রঞ্জন সরকার জানান, এই করোনা পরিস্থিতিতে বাংলাকে  বঞ্চনা করায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের বেশকিছু কর্মসূচী রয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে তারা তাদের এই কর্মসূচী গুলো শুরু করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişHOLİGANBETjojobetcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbet