ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি নিয়ে কটাক্ষ করলেন সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য হতে পারে ত্রিপাক্ষিক বৈঠক।তবে এখনও অবধি বৈঠকের দিনক্ষন ঠিক হয়নি।এই বৈঠকে কারা কারা থাকবেন তার কোনো তালিকাও তৈরি হয়নি।যদিও এই বৈঠকে সামিল হওয়ার জন্য বিমল গুরুং, অনিত থাপা এবং বিনয় তামাং ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।এই বিষয়ে আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজু বিস্ত কটাক্ষ করে বলেন-‘এখনও পর্যন্ত বিয়ের তারিখই ঠিক হল না, অথচ পাত্র তৈরি হয়ে বসে রয়েছে’।


তিনি বলেন, ত্রিপাক্ষিক বৈঠকের তারিখ এবং বৈঠকে কারা কারা থাকবেন তা একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে।তবে এখনও অবধি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বৈঠকের দিন ঠিক করা হয়নি।তার আগেই এদিকে পাহাড়ে তিন নেতা প্রস্তুতি নিতে শুরু করেছে।এই তিন নেতা বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এটা ফুটবল ম্যাচ নয়।এটা একটা উত্তেজনামূলক শব্দ।এই শব্দের ব্যবহার কোনো রাজনৈতিক দলেরই করা উচিত নয়।আজকের দিনে কলকাতায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।১ লক্ষ মানুষ ঘরহীন হয়েছিলেন।আজ বিজেপির তরফে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে।এদিন ত্রিপুরায় ঘটনা নিয়েও নিন্দা প্রকাশ করে তিনি বলেন, শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *