শিলিগুড়ি, ১০ জুলাইঃ ভক্তিনগর থানার অন্তর্গত ইস্টার্ন বাইপাসের কাছে একটি লজে যুবতীকে গণ ধর্ষণের ঘটনায় পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম তরুণ সাহা এবং সাধন সাহা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইস্টার্ন বাইপাসের কাছে একটি লজে ২৬ বর্ষীয় এক যুবতীকে নিয়ে এসেছিলেন ৩ ব্যক্তি।যুবতীকে নেশার দ্রব্য খাইয়ে ৩ জনই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।পরবর্তীকে যুবতীকে লজে রেখেই চলে যায় ৩ জন। ঘটনার পরই ওই যুবতী আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্ত মহম্মদ বাবলুকে গ্রেফতার করে।যদিও দুই অভিযুক্ত পলাতক ছিল।
এরপর অভিযুক্ত মহম্মদ বাবলুকে আদালতে পেশ করে দশদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে পলাতক দুই অভিযুক্তকে আশিঘর ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।
Purotai fake news..meyeta Bar a kaj kore r poisar jonnoi fasiyeche…
Meye mane sob importance paabe…chele der ki kono ijjot nei…