নগরায়ণ ও তার প্রভাব নিয়ে NBU তে দুদিনব্যাপী জাতীয় সেমিনার

শিলিগুড়ি, ১ জুলাইঃ নগরায়ণ ও তার প্রভাব নিয়ে দুদিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।


শনিবার ভূগোল বিভাগের উদ্যোগে রবীন্দ্র ভানু মঞ্চে পার্বত্য এবং উপ-পার্বত্য অঞ্চলে নগরায়ন, শহরের পরিবেশ এবং স্থায়িত্ব নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।আইসিএসএসআর-ইআরসির পৃষ্ঠপোষকতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের আয়োজনে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।পাশাপশি ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই বিষয়ে প্রোগ্রাম কনভেনর ডঃ অরিন্দম বসাক জানান, পার্বত্য এবং উপ-পার্বত্য অঞ্চল এমনিতেই ভূমিধ্বস, ভূমিকম্প প্রবন এলাকা।এই সেমিনারের মূল উদ্দেশ্য যেভাবে শহর শিলিগুড়িতে নগরায়ণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং দার্জিলিংয়ে নগরায়নের ফলে জলের সমস্যার মতো একাধিক সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার সমাধান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশের ভারসাম্যতা বজায় রেখে কিভাবে নগরায়ণ সম্ভব সেই সমস্ত বিষয় এই সেমিনারের আলোচ্য বিষয়।


এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ডঃ নূপুর দাস, ভূগোল বিভাগের অধ্যাপক দীপক কুমার মন্ডল ও রঞ্জন রায়  সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *