গৌরাঙ্গপল্লীর উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে দেওয়া হল পুনর্বাসন, পাট্টা তুলে দিলেন মেয়র   

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গপল্লী এলাকায় উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে সরকারের তরফে দেওয়া হল পুনর্বাসন।আজ ক্ষতিগ্রস্থ পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


উল্লেখ্য, গত ৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে গৌরাঙ্গপল্লীতে একটি জমি দখলমুক্ত করা হয়।এরফলে গৃহহীন হয়ে পড়ে প্রায় বেশকয়েকটি পরিবার।এরপর থেকে স্থানীয় ক্লাবেই ছিলেন পরিবারগুলি।এই খবর পেয়ে তাদের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব।সরকারি তরফে তাদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেন তিনি।সেইমত সরকারি জমি খুঁজে গোড়া মোড়ে তিন কাঠা করে জমি দেওয়া হল ক্ষতিগ্রস্থদের।বুধবার তাদের হাতে জমির পাট্টা তুলে দেন মেয়র গৌতম দেব।পাশাপাশি ১৪ জন পড়ুয়ার হাতে পড়াশুনার সামগ্রী ও৫ হাজার টাকা এবং ঘর তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,জলপাইগুড়ির মহকুমাশাসক সুদীপ পাল সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা।ক্ষতিগ্রস্থ হাতে পাট্টা ও ক্ষতিপূরণ দিতে পেরে খুশি মেয়র গৌতম দেব।


এদিন গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব হয়েছে।তিন দিনের মধ্যে সমস্ত কাজ করেছে সরকারি আধকারিকেরা।পাশাপাশি ১৪ জন পড়ুয়াকে পড়াশোনার সামগ্রী ও ৫ হাজার টাকা সহ যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে।  

অন্যদিকে দ্রুত পুনর্বাসন পেয়ে খুশি গৃহহীনেরা।তারা জানান,হঠাৎ করে উচ্ছেদে বাড়ি থেকে কোনো সামগ্রী বের করে আনতে পারিনি।এমনকি বাচ্চাদের পড়াশুনার বইপত্র নষ্ট হয়েছে।এই অবস্থায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *